Notice


Notice

See more

পরিচিতি

রহনপুর ইউসুফ আলী কলেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।


আমাদের সম্পর্কে

কেন আমরা ভাল

রহনপুর ইউসুফ আলী কলেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

অধ্যক্ষের কথা
আমি অত্র কলেজ থেকে ১৯৮৪ খ্রি. মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের পর ০৪-০৬-১৯৯৪ খ্রি. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করি। প্রায় ২০ বছর সুনামের সহিত শিক্ষকতা করে গত ১৪-১২-২০১৪ খ্রি. আমি অধ্যক্ষ হিসেবে যোগদান করি। কলেজের যাবতীয় সমস্যাগুলো দীর্ঘদিন ধরে অনুধাবন করার সুযোগ হয়েছে এবং যাবতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাসের অকুণ্ঠ সমর্থনে ও সহযোগিতায় কলেজের উন্নয়নে আত্মনিয়োগ করি। ২০১৫ খ্রি. থেকে ২০১৬ খ্রি. অদ্যাবধি প্রায় ৬০ (ষাট লক্ষ) টাকা কলেজ উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে, যার সিংহ ভাগই কলেজের নিজস্ব অর্থায়নে। ব্যয়ের খাত গুলি নিম্নরূপ: (১) সীমানা প্রাচীর নির্মাণ ব্যয় ২৩ লক্ষ টাকা প্রায় (২) অনার্স ভবন ২য় তলা নির্মাণ ব্যয় ১৬ লক্ষ ৫০ হাজার (৩) সমজিদ সংলগ্ন মার্কেট নির্মাণ ব্যয় ৫ লক্ষ ২৫ হাজার (৪) ফার্নিচার ব্যয় প্রায় ২ লক্ষ ২৫ হাজার (৫) অডিটিরিয়াম সংস্কার ব্যয় ৩ লক্ষ ২ হাজার (৬) হোস্টেল সংস্কার ১ লক্ষের উপরে (৭) মসজিদ সংস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা (৮) অনার্স ভবনের সামনে মাটি ভরাট ৫১ হাজার টাকা (৮) মেইন গেইট নির্মাণ ১ লক্ষ ১ হাজার টাকা (৯) শহীদ কামর”জ্জামান ও আফতাব উদ্দিন কলা ভবনের গ্রীল নির্মাণ ১ লক্ষ ২০ হাজার টাকা (১০) লাইব্রেরীতে বই ক্রয় অনার্স সহ ১ লক্ষ টাকা। (১১) ৫টি বিষয়ে অনার্স এফডিআর ২ লক্ষ ৫০ হাজার টাকা, অন্যান্য সংস্কার কাজ ৩ লক্ষ টাকা । যা প্রায় ৬০ লক্ষ টাকার উপর উন্নয়ন কাজ মাত্র দেড় বছরে সম্পন্ন হয়েছে। বর্তমানে আফতাব উদ্দিন কলা ভবন ও কাজী জালাল উদ্দিন বিজ্ঞান ভবনের সংস্কার কাজ চলমান।
মহাবিদ‍্যালয় সম্পর্কে
রহনপুর ইউসুফ আলী কলেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে প্রায় ৫ একর জমির উপর কলেজটি অবস্থিত। ২৭-০৪-১৯৬৭ খ্রি. সালে প্রতিষ্ঠিত হয়ে উচ্চ শিক্ষা বিস্তারে এক বিশাল অবদান রেখে চলেছে। যাদের একান্ত প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক অধ্যক্ষ শ্রদ্বেয় জনাব মুঃ সাইদ আলী, সাবেক উপাধ্যক্ষ মরহুম জনাব আফতাব উদ্দিন আহমেদ, শ্রদ্বেয় জনাব আজিজুর রহমান স্যার ও জনাব মরহুম জয়নাল আবেদীন,
কলেজের ইতিহাস
ইউসুফ আলী মহাজনের জন্ম ও পরিচয়ঃ জগতে ক্ষনজন্মা পুরুষের সংখ্যা বিরল। বাংলার এক অক্ষাত পল্লী ভোলাহাট উপজেলার আওয়াতাধীন বজরাটেক গ্রাম। এক সাধারণ পরিবারে জন্মে ছিলেন এই স্মরনীয় ব্যক্তি। তিনি মরহুম মুহাম্মদ ইউসুফ আলী মহাজন। তাঁর জন্ম আনুমানিক ১৮৭০ খ্রি.। শৈশবে গ্রাম্য মক্তবে শিক্ষার হাতে খড়ি। তাতে আম-পারার কয়েকটি সুরা মুখস্ত ও সামান্য বর্ণ পরিচয় ছাড়া উচ্চ শিক্ষার তেমন সুযোগ ছিলনা। পিতার নাম মোহাম্মদ গেদু মোল্লাহ, মাতার নাম সোহাগী বিবি।

ভিডিও থেকে আমাদের সম্পর্কে আরো জানুন

ইউসুফ আলী মহাজনের জন্ম ও পরিচয়ঃ জগতে ক্ষনজন্মা পুরুষের সংখ্যা বিরল। বাংলার এক অক্ষাত পল্লী ভোলাহাট উপজেলার আওয়াতাধীন বজরাটেক গ্রাম। এক সাধারণ পরিবারে জন্মে ছিলেন এই স্মরনীয় ব্যক্তি। তিনি মরহুম মুহাম্মদ ইউসুফ আলী মহাজন। তাঁর জন্ম আনুমানিক ১৮৭০ খ্রি.। শৈশবে গ্রাম্য মক্তবে শিক্ষার হাতে খড়ি। তাতে আম-পারার কয়েকটি সুরা মুখস্ত ও সামান্য বর্ণ পরিচয় ছাড়া উচ্চ শিক্ষার তেমন সুযোগ ছিলনা। পিতার নাম মোহাম্মদ গেদু মোল্লাহ, মাতার নাম সোহাগী বিবি।


আরো দেখুন

মুজিব কর্ণার


Sheikh Mujibur Rahman was born in the village of Tungipara under the then Gopalganj.... See More

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

অধ্যক্ষ-মোহাঃ মনিরুল ইসলাম


একাদশ শ্রেণীর নির্ধারিত ইউনিফর্ম


জরুরি হটলাইন নম্বর



আমাদের সাথে যোগাযোগ করুন

আমাদের কাছ থেকে সর্বশেষ আপডেট পেতে এখানে আপনার ইমেলটি লিখুন